সোনাইমোড়ী ডেস্ক: নরসিংদীতে পুকুরে ডুবে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। জানা গেছে,৫ ই মার্চ শুক্রবার বিকালে বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুদুটি হলো উপজেলার বীরবাঘবের শামিউল ইসলাম (৪) ও লিজা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার সময় শিশু শামিউল ও লিজা একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। খেলতে খেলতে তারা বাড়ির অদূরে পুকুরের দিকে চলে যায়।
একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। পরে তাদের পরিবারের লোকজন দীর্ঘ সময় ধরে তাদের খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুজির পর দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে লিজার জুতা পড়ে থাকতে দেখেন তারা। পরে বিকালে পুকুরে লিজার মৃতদেহ ভেসে ওঠে। এর কিছুক্ষণ পর শামিউলের মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে।
খবর পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে শিশু দুটির লাশ বাড়িতে আনা হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।