এসএম টিভি ডেস্ক:নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক্টরের ডালার ধাক্কায় নিহত হয়েছে এক শিশু। ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার ৪ জুন সকালে উপজেলার তমালতলা এলাকায়। নিহতের নাম মোহাম্মদ আরাফাত।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান, আজ শুক্রবার সকালে শিশু আরাফাত তার বাড়ির পাশে রাস্তায় খেলছিল। এমন সময় ওই রাস্তা দিয়ে খননযন্ত্র বহনকারী একটি ট্রাক্টর যাওয়ার সময় ট্রাক্টরের পেছনের ডালায় আঘাত পায় শিশু আরাফাত। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন গিয়ে এক্সকাভেটর বহনকারী ট্রাক্টরকে আটক করা হয়েছে।