এসএম টিভি ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক যুবক।
নিহতের নাম মেহেদী হাসান উজ্জ্বল। আজ সোমবার ১৪ জুন সকাল ১১টার সময় উপজেলার কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থায়ী সূত্রে জানা গেছে,বনপাড়া থেকে আমবাহী একটি পিকআপ কয়েন বাজার এলাকায় পৌঁছায়। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মেহেদী হাসান মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফেলে তার চালক ও হেলপার পালিয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।