সোনাইমোড়ী ডেস্ক: নাটোরে দিঘাপতিয়া এলাকায় বাসচাপায় একজন নিহত হয়েছে।
জানা গেছে,আজ সোমবার (২২ মার্চ) সকাল ১০টার সময় ওয়াই মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আব্দুর রাজ্জাক ঠিকানা শিবদুর্গা গ্রাম।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি আজ সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওয়াই মোড় নামক এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মৃত্যু মারা যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার লাশটি পরিবারের কাছে পৌঁছে দেয়।
তবে ঘাতক বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।