সোনাইমোড়ী ডেস্ক: নাটোরে RAB-5 এর অভিযানে মাদকদ্রব্যসহ ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার দুপুর থেকে আজ বিকাল পর্যন্ত শহরের তেবাড়িয়ার উত্তরপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে র্যাব-৫ এর এক সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে শহরের তেবাড়িয়া এলাকা থেকে মাদকসেবনরত অভিযান চালিয়ে তাদের আটক করি। আটককৃতরা হলেন, মোঃ সুরুজ মিয়া ,মোঃ নয়ন , শ্রী পার্থ দেব,মোঃ রহিম শেখ কল্লোল , মোঃ শরিফ শেখ,অসীম কুমার ঘোষ ,মোঃ ওয়াজেদ মল্লিক , মোঃ শিবলু ,মোঃ বিপ্লব , মোঃ নজরুল ইসলাম , মোঃ ঈমান হোসেন , মোঃ সুমন , জয় কুমার সরকার এবং মোঃ ইউসুফ আলী ।
তিনি আরো জানান,এসময় তাদের তল্লাশি করে ২০০ মিলি চোলাই মদ, এক গ্রাম গাঁজা, ০.০১ গ্রাম হেরোইন, তিনটি গ্যাস লাইট, সিম কার্ড জব্দ করা হয়েছে। এসময় তারা স্বীকার করেছেন যে তারা মাদক সেবন এবং বিক্রির জন্য সেখানে এনেছিল।
এই ঘটনায় নাটোর সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।