সোনাইমোড়ী ডেস্ক: নাটোরে RAB-5 এর অভিযানে ১ গ্ৰাম গাঁজা ও ১ লিটার মদসহ ৯ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার সময় র্যাব-৫ এর একটি দল শহরের একডালায় এলাকায় হযরত কবির শাহ রহমতুল্লাহ (আঃ) এর মাজার সংলগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করেছে।
র্যাব সংবাদ প্রতিনিধিদের জানান,গ্রেফতারকৃতরা হলেন. মোঃ রনি মোঃ কালু, মোঃ সুমন মোঃ শরিফুল ইসলাম শুভ , মোঃ আনিছুর রহমান,মোঃ সুমন সরদার, মোঃ রাজু ,মোঃ রমজান সরকার এবং মোঃ আহসান উল্লাহ সহ নয়জনকে আটক করা হয়েছে পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে বলে তারা মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদক রেখেছিল।
আটক করার সময় তাদের তল্লাশি করে ১ গ্রাম গাঁজা, এক লিটার চোলাই মদ, তিনটি মোবাইল সেট, চারটি সিম কার্ড, তিনটি মেমোরী কার্ড পাওয়া যায়। তিনি আরো জানান, এই ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলার দায়ের করা হয়েছে ।