এসএম টিভি ডেস্ক:নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে মুন্সি পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩ ও নিহত হয়েছে একজন।
ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার দিবাগত রাত ১ টার সময়।
নিহতরা হলেন- আলমগীর হোসেন , আজাদ হোসেন ও রফিকুল ইসলাম।
স্থায়ী সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত ১ টার সময় এশিয়ান হাইওয়ে সড়কে দ্রুতগতিতে আসা একাটি প্রাইভেটকারের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।
এছাড়াও গুরুত্বর আহত এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে ।