সোনাইমোড়ী ডেস্ক: নারায়ণগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ১ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঘটনাটি ঘটেছে, আজ সোমবার সকাল ৮ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় ।
নিহতের নাম আকাশ মিয়া তবে আহতদের মধ্যে কারো নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান,আজ সকাল ৮ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১জন নিহত হয় এছাড়াও বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে এক পুলিশ সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালাই।