সোনাইমোড়ী ডেস্ক: নারায়ণগঞ্জে নৌ-পুলিশের অভিযানে একটি ট্রলারসহ ১৫০ মণ জাটকাসহ জব্দ করেছে পুলিশ।
জানা গেছে,আজ মঙ্গলবার (৩০ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ ৫ নম্বর ঘাটে এই অভিযান চালানো হয়। এবিষয়ে নৌ-পুলিশ ফাঁড়ির এক সদস্য সোনাইমোড়ী সংবাদকে জানান, মুন্সিগঞ্জের শাহ্ সিমেন্ট কোম্পানি সামনে ধলেশ্বরী নদী থেকে ট্রলারটিতে অভিযান পরিচালনা করে। পরে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাটে ১৫০ মণ জাটকাসহ ট্রলার আটক করা হয়। তিনি আরো জানান,এ সময় ট্রলার চালক ও পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত জাটকা বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।