এসএম টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন এর ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার ২৮ মে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের জামপুর গুদারাঘাট গ্রামে মা-বাবাকে মারধর করতে গিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে কিরণ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম টিভি সংবাদকে জানান, শুক্রবার জুমার নামাজের পর কিরণ মাদকের টাকার জন্য বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। তার পিটুনিতে মায়ের হাত ভেঙে যায়।
এক পর্যায়ে কিরণ তার বাবাকে ছুরি নিয়ে মারতে গেলে ভাই মেহেদী হাসান এগিয়ে আসে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই সময় মেহেদী হাসান তার বড় ভাই কিরণ মিয়াকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় কিরণের।
স্থানীয়রা কিরণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢাকা নেওয়ার পথে রাত ৮টার সময় কিরণের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মেহেদী হাসান।