মিঠুন,সোনাইমোড়ী ডেস্ক: নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছে মাদ্রাসার শিক্ষক। জানা গেছে,গত রোববার ২৮ ই ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের কাচপুর সোনাপুর এলাকায় কাউনিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় মোশারফ মল্লিক নামের এক মাদ্রাসা শিক্ষক পড়া না পারার অজুহাতে সাত বছর এক ছাত্রীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে মাদ্রাসায় গিয়ে স্থানীয়দের কাছে বিচার দাবি করেন।
পরে বিষয়টি মীমাংসা না করায় ওই ছাত্রীর মা রোববার দুপুরে বাদী হয় উক্ত দোষী মাদ্রাসার শিক্ষক মোশারফ মল্লিক আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। পরবর্তীতে সোমবার ১ মার্চ দুপুরে কাশফুল সোনাপুর এলাকায় ফয়েজিয়া কওমীয়া নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের বলেন, উক্ত আসামি মোশারফ মল্লিকের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।