এসএম টিভি ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আয়োজনে ২৬তম ব্যাচে যুবক ও স্বেচ্ছাসেবকদের জন্য দুর্যোগ প্রস্তুতি ও জরুরী সাড়াদান বিষয়ক প্রশিক্ষণ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সারাদেশে যুবকদের মাধ্যমে বিভিন্ন দুর্যোগে জরুরী সাড়াদানের জন্য এই প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় আয়োজন করেন। এই প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন যেমন, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, আনসার সদস্য, নগর স্বেচ্ছাসেবক ও বিএনসিসির দক্ষ সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলার ৫ জন দক্ষ রোভার স্কাউট, নারায়ণগঞ্জ কলেজের সিনিয়র রোভারমেট মোঃ নবী হোসেন, সরকারি তোলারাম কলেজের সিনিয়র রোভারমেট দেওয়ান মোহাম্মদ আমজাদ, নারায়ণগঞ্জ কলেজের রোভার সদস্য আজমান পাপ্পু, মো জহিরুল হক ইমন ও সরকারি তোলারাম কলেজের রোভার স্কাউট আসফাকুর রহমান এই প্রশিক্ষণে সাফল্যের সাথে অংশগ্রহণ করেন।