সোনাইমোড়ি টিভিঃ বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন না, উক্ত নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তা্রা জেনেছেন , “বাংলাদেশের সামাজিক ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজি) হতে পারবেন না, এ মর্মে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। হাইকোর্টের এ নির্দেশ কোনোভাবে ন্যায্য এবং সংবিধানসম্মত নয় বলে আমরা মনে করি। বরং এ নির্দেশনা প্রকারান্তরে সমাজের প্রচলিত নারী-পুরুষের বৈষম্যকে পুষ্ট করেছে।”
সংবিধানের ২৯(২) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম-বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না, কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না।
সুতরাং বলা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, জাতীয় উন্নয়ন নীতিমালা ২০১১, সিডও সনদ এবং মানবাধিকার সনদ অনুযায়ী মাননীয় হাইকোর্টের এ নির্দেশনা নারীর অধিকার তথা মানবাধিকারকে লঙ্ঘন করেছে।