প্রত্যেক টা মানুষই একা। দিন শেষে সবাই কিন্তু একা – ই। তবে যদি নিজে কে ভালোবাসতে পারেন, এই একা থাকাটাও আপনার পক্ষেই কথা বলবে। নিজেকে সময় দিন। যে বা যারা পাত্তা দিচ্ছে না, যাদের কাছে সময়ের আনাগোনায় আপনি মূল্যহীন হয়ে যাচ্ছেন তাদের থেকে দূরেই থাকুন। কী দরকার? তাদের কাছে যাওয়ার চেস্টা না ই করুন। নিজেদের জীবন নিয়ে তারা হয়তো ভালো ই আছে। আপনি নিজের জীবন নিয়ে বাচুন। সুস্থ হয়ে বাচুন।
নিজেকে সময় দিলে দেখবেন নিজের অনেক ছোট ছোট সত্তাকে খুজে পাচ্ছেন। আর সেসব ছোট ছোট সত্তা মিলেই আজকের আপনি। সব ছেড়ে ছুড়ে নিজেকে চিনুন। নিজেকে খুজুন। খুজতে খুজতে ক্লান্ত হবেন, বিষন্নতায় ভুগবেন। বিরক্তিতে ভ্রু কুচকে যাবে।কিন্তু থেমে যাবেন না। এ পথেই হাটুন, কখনো ধীরে,কখনো তীব্র বেগে,কখনো না হয় একটু ছাড় দিয়েই হোক,তবুও আপনার ‘আমি’ সত্তা কে খুজুন। দেখবেন সব কিছু পেড়িয়েও আপনি ভালো আছেন। আর ভালো থাকবেন। অন্তত বোঝাপরা টা নিজের সাথেই করুন। এটা আপনারই জীবন।
আর জীবন একটাই।আর সেটা আপনার ই। জীবনের সার্থে, নিতান্ত খুব কাছের ভালোবাসার মানুষগুলোর জন্য নিজে ভালো থাকুন। নিজেকেই ভালোবাসুন,যত্ন করে ভালোবাসুন,নিজেকে আগলে রাখুন। নিজে যখন সত্যিই নিজেকে বুঝবেন দেখবেন আসলে আপনার কেউকে প্রয়োজন নেই। আপনার জন্য শুধুমাত্র আপনিই যথেষ্ট। একা বেচে থাকা যায় না কিন্তু নিজের সাথে, নিজের সত্তার সাথে বেচে থাকা যায়৷ ।নিজেকে