সোনাইমোড়ী ডেস্ক: নোয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে ৫৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজার এলাকা থেকে গতকাল শনিবার রাতে ৫৮৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম আশিকুল ইসলাম সোহেল ঠিকানা সোনাদিয়া ইউনিয়নে।
এবিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সংবাদ প্রতিনিধিদের জানান, আটক আসামি অনেক দিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আমাদের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।