সোনাইমোড়ী ডেস্ক: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পুলিশের এসআই। ঘটনাটি ঘটেছে,গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের রমজান বিবি বাজারের দক্ষিণ দিকে চৌঙ্গারপুল এলাকায়।
জানা গেছে,নিহত পুলিশ এসআইর নাম মিজানুর ঠিকানা ফেনী।
এবিষয়ে নোয়াখালী পুলিশ সুপার সংবাদ প্রতিনিধিদের জানান, এসআই মিজানুর ও জাহিদুল গতকাল সন্ধ্যার সময় মোটরসাইকেলে করে জেলা পুলিশ লাইন্স থেকে বেগমগঞ্জ থানায় যাচ্ছিলেন।এ সময় পথে রমজান বিবি বাজার পরে চৌঙ্গারপুল এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে উঠানোর সময় রাত পৌনে ৯টার সময় চিকিৎসক এসআই মিজানকে মৃত ঘোষণা করেন।