এসএম টিভি ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬০ জন ও নতুন করে মৃত্যু করে মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃত্যু ১২৭ জন। এ জেলায় মোট করোনা রোগী শনাক্ত ৯ হাজার ৬৪৫ জন।
সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে, নোয়াখালীর ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ২৬ জন, বেগমগঞ্জে ১২ জন, সুবর্ণচরে একজন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে দুইজন, সেনবাগে চারজন, কোম্পানীগঞ্জে একজন এবং কবিরহাটে তিনজন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৪৫ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৫৪৮ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৯৭ জন।