নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ১১৭ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৩ জনে। ফলে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯২৭ জনে।
নোয়াখালী সিভিল সার্জনের তথ্যসূত্রে জানা গেছে, নোয়াখালীর ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে নোয়াখালী সদরের ৭৮ জন, বেগমগঞ্জের ১৫ জন, সোনাইমুড়ীর ১১ জন, চাটখিলের দুই জন, সেনবাগের একজন, কোম্পানীগঞ্জের চার জন ও কবিরহাট উপজেলার দুই জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৯২৭ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ১৪০ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৭৮৭ জন।