এসএম টিভি ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু১৩২ জন। এ জেলায় মোট করোনা রোগী শনাক্ত ১০ হাজার ৬৮৫ জন।
জেলা সিভিল সার্জনের তথ্যসূত্রে জানা যায়, নোয়াখালীর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে নোয়াখালী সদরে ৫২ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জে ২৫ জন, সোনাইমুড়ীতে ৪ জন, চাটখিলে ১০ জন, সেনবাগে ১ জন, কোম্পানীগঞ্জে ১৪ জন এবং কবিরহাটে ৬ জন রয়েছেন।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৬৮৫ জন।
যার মধ্যে সদরের ৪ হাজার ১০২ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৫৮৩ জন রয়েছেন।