এসএম টিভি ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৪ জন ও আরোও এক জনের মৃত্যু হয়েছে। নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,এ জেলায় গত ২৪ ঘন্টায় ৩৯৭টি নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্তের হার শতকরা ২৩ দশমিক ৬৮। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৫১ জনে দাঁড়িয়েছে। এবং এগুলির মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৬ হাজার ৮৮৩ জন। আরো জানা যায়,এ জেলায় মোট আইসোলেশনে রয়েছেন দুই ১৪৪ জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন রোগী।