এসএম টিভি ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২১০ জন। নোয়াখালীর সিভিল সার্জন তথ্যসূত্রে জানা গেছে,নোয়াখালীর ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে নোয়াখালী সদরের ৩৫ জন, বেগমগঞ্জের সাতজন, সোনাইমুড়ীর পাঁচজন, হাতিয়ার দুইজন, সেনবাগের দুইজন, কোম্পানীগঞ্জের ছয়জন ও কবিরহাটের একজন রয়েছেন। আরো জানা গেছে,গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৪ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০১ জন।