এসএম টিভি ডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন দুই জন। নিহতের নাম মো. ফারুক হোসেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার সময় লোহারপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ফেনী থেকে মোটরসাইকেলযোগে সুবর্ণচর যাচ্ছিলেন ফারুকসহ তিনজন। পথে তাদের মোটরসাইকেলটি কবিরহাট-বসুরহাট সড়কের লোহারপোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান ফারুক।
আরো জানা যায়,ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় মোটরসাইকেল চালক ফারুকের স্ট্রোক করলে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।