এসএম টিভি ডেস্ক:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।আহতরা হলেন- নওশাদ , সজিব এবং আবু সাঈদ।
ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার ২৬ মে রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়াগছ এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনিছুর রহমান এশার নামাজ আদায়ের পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের গোয়ালগছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংর্ষয় হয়। এ সময় আনিছুর রহমান ও অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন।