সোনাইমোড়ী ডেস্ক: পঞ্চগড়ে নেশার টাকার জন্য মাকে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ে। নিহতের নাম জয়তুন বেগম। স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, গতকাল বিকালে ঘটনার সময় বাড়ির টিউবওয়েলের পাশে কাজ করছিলেন মা জয়তুন বেগম। এ সময় হঠাৎ চিৎকার শুনে আশেপাশের সবাই গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় জয়তুন বেগম পড়ে আছেন। এসময় পালিয়ে যাচ্ছিল তার ছেলে শহিদুল। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সোনাইমোড়ী সংবাদকে জানান, ছেলের হাতে তার মা খুনের ঘটনা ঘটেছে। ওই মাদকাসক্ত ছেলেকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
পঞ্চগড়ে নেশার টাকার জন্য ছেলের হাতে মা খুন।
0
705
Previous article