এসএম টিভি ডেস্ক:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম মিতু আক্তার।
আজ বৃহস্পতিবার ১০ জুন দুপুরে পঞ্চগড়-আটোয়ারী সড়কের জুগিকাটা গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে মিতুর মা রুমি বেগম তার দেবর রুবেলের বাড়িতে ভূট্টা মাড়াইয়ের কাজ করছিলেন। এসময় মিতু তার মায়ের কাছে যাচ্ছিল।
সড়ক পাড় হওয়ার সময় হঠাৎ আটোয়ারী থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিতু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।