এসএম টিভি ডেস্ক: পটুয়াখালীর মহিপুরে এক ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল শুক্রবার ২৮ মে রাত ১০টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামে।
তথ্যসূত্রে জানা গেছে,ওই ব্যবসায়ীর নাম আজিজুর রহমান মুকুল। তার ধুলাস্বার ইউনিয়নের চাপলী বাজারে পাইকারি মুদি দোকান আছে। ঐ ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাসায় যচ্ছিল।
বাসার গেটের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আগে থেকে ওৎ পেতে থাকা দুই ছিনতাইকারী আমার চোখে মরিচের গুঁড়া দেয়।
পরে সে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ছিল বলে জানা গেছে। এবিষয়ে মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সংবাদ প্রতিনিধিদের জানান, খবর পেয়ে ওই ব্যবসায়ীর বাসায় এসেছি। তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।