সোনাইমোড়ী ডেস্ক: পটুয়াখালীতে পুকুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে,পটুয়াখালীর কলাপাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মাইসা মনি। বরিশালের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ ১৯ই মার্চ শুক্রবার দুপুর ১ টার সময় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।