এসএম টিভি ডেস্ক:পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মনির হাওলাদার। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের টিলা নামক স্থানে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মর্টারের কাজ করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সে স্পৃষ্ট হয়।
পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।