সোনাইমোড়ী ডেস্ক: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার সময় সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় ।
নিহতরা হলেন সাইমুন ও রায়হান।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,মোটরসাইকেল চালক সাইমুন গতকাল রাতে রায়হান ও আসাদুলকে নিয়ে বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশে রওয়ানা দেয়। এসময় নাসকতা বাজার এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।