এসএম টিভি ডেস্ক: পটুয়াখালীর লোহালিয়া নদীতে জোয়ারের চাপে ভেসে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে,আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় দুমকী উপজেলার সন্তোষদী চর এলাকায় এঘটনা ঘটে। ওই নারীর নাম মোসাম্মদ হাসিনা বেগম।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ঐ নারী একটি কাচি নিয়ে তার বাড়ী সামনে লোহালিয়া নদীর পাড়ে হোগলপাতা কাটতে যায়।
এর প্রায় আধাঘণ্টা পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে প্রায় ১০০গজ দূরে হাসিনাকে পানিতে ভাসতে দেখে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দুমকী হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।