সোনাইমোড়ী ডেস্ক: পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৭ টার সময় চাঁদখালী বাজারের পাকা রাস্তার পশ্চিম পাশে আলমের চায়ের দোকানের পিছনে গাঁজা ক্রায় বিক্রয়ের জন্য অবস্থান করছিল। পুলিশ গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এবিষয়ে পাইকগাছায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জানান, আসামি দীর্ঘদিন ধরে মাদক দ্রব্যের ব্যবসা করেঅসছিল। আমরা গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ আটক করা হয়েছে। আসামির নাম আরজু সরদার ঠিকানা চাঁদখালী ইউনিয়ন।