এসএম টিভি ডেস্ক: পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন দুই জন। নিহতের নাম মজিবর রহমান। আজ রবিবার সকাল ১১টার দিকে চাটমোহর-টেবুনিয়া সড়কের রতনপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বিপ্লব হোসেন ও শামীমা আক্তার ।
স্থায়ী সূত্রে জানা গেছে,আজ রবিবার সকালে সাইকেল নিয়ে রেলবাজার হাটে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মজিবর রহমান। পথে রতনপুর এলাকায় পাশের রাস্তা থেকে চাটমোহর-টেবুনিয়া প্রধান সড়কে ওঠার সময় রতনপুর এলাকায় সাইকেল আরোহী মজিবর রহমানকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি অটোরিকশা।
এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার দুই যাত্রী। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মজিবর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।