সোনাইমোড়ী ডেস্ক: পাবনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এসআইয়ের মৃত্যু।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১১টার সময় থানা চত্বরের ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ এসআইয়ের নাম দুলাল হোসেন। তিনি আটঘরিয়া থানার এসআই।
আটঘরিয়া থানার একজন পুলিশ সদস্য সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিদের জানান,রবিবারের হরতালের করণীয় বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিতে পুলিশ কর্মকর্তাদের থানায় ডাকা হয়েছিল। এসআই দুলাল ওই ব্রিফিংয়ে অংশ নেন। হঠাৎ তার মোবাইলের মধ্যে কল আসায় কথা বলতে বলতে তিনি বাইরে বের হন।
তিনি আরো জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে থানায় আলোকসজ্জা করা হয়েছিল। থানার সামনে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের স্ট্যান্ডে আলোকসজ্জা করতে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। সেখানে হাত দেয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তারপরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মধ্যে নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সোনাইমোড়ী সংবাদকে জানান, এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে রাতেই আমিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটঘরিয়ায় গিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা।