এসএম টিভি ডেস্ক: পাবনায় গত ২৪ ঘণ্টায নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৮ জনের ও নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার ২২ জুন দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সূর্য সরকারের ছেলে আব্দুর রশিদ সরকার ও আরিফপুর মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ইয়াসমিন আক্তার।
এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৮৮ জন। মারা গেছেন ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪১০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন।