সোনাইমোড়ী ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূকে আবারও গণধর্ষণের অভিযোগ আটক ৫ ।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, শামীম হাওলাদার নামের পরিচিত এক যুবকের সঙ্গে ওই গৃহবধূ মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এরপর অন্য আরও তিন যুবকসহ শামীম ওই গৃহবধূকে সন্ধ্যার সময় উপজেলার দক্ষিণ পূর্ব গাজীপুরে একটি কলাবাগানে নিয়ে গণধর্ষণ করে পাশের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়।
পরবর্তীতে ওই গৃহবধূকে সেখানে একা দেখতে পেয়ে আরও চার বখাটে যুবক তাকে ভাণ্ডারিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে কলা বাগানে নিয়ে আবারও গণধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভাণ্ডারিয়ায় ফিরে এসে থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযুক্তদের মধ্যে শামীম, ইব্রাহিম, রব্বানী, মিরাজ, হামিদ ও অহিদুলকে আটক করে।
এবিষয়ে পিরোজপুর থানার ইনচার্জ সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান,ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্ৰেফতারের চেষ্টা চলছে।