সোনাইমোড়ী ডেস্ক: পিরোজপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ গাজীপুর মহল্লায়।
জানা গেছে,ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেছে।
আটককৃত আসামিরা হলেন ,মো. শামিম হোসেন, ইব্রাহিম হোসেন,রব্বানী শিকদার, মিরাজ খন্দকার এবং জাহিদুল ইসলাম তালুকদার।
এবিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল রাতে ভান্ডারিয়া উপজেলার একটি ধর্ষণের ঘটনা ঘটে।এ ঘটনায় গতকাল রাতেই থানা পুলিশ অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।