মিঠুন,সোনাইমোড়ি ডেস্ক: বরিশাল বিভাগের পিরোজপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধার লাশ সাড়ে চার ঘন্টা পর উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে পিরোজপুরে মঠবাড়িয়ায়। বরিশালের এক সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ পিরোজপুরে মঠবাড়িয়ায় এক বৃদ্ধা ১১টার সময় বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে ঘাট থেকে পিছলে পানিতে পরে নিখোঁজ হওয়ায় তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে জানায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পর একটি ডুবুরির দল সাড়ে চার ঘন্টা পর নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে। জানা গেছে ঐ নিহত বৃদ্ধার নাম আব্দুল মোতালেব (৭৫)। পরে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা আসার পর ঐ বৃদ্ধার লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সমন্বয় দাফন সম্পন্ন হয়।