এসএম টিভি ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার কালাইয়া গ্রামে কঁচা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থায়ী সূত্রে জানা গেছে, মৃতদেহটি এলাকাবাসী নদীতে ভাসতে দেখে ইন্দুরকানী থানায় খবর দেয়।
এরপর পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত জানান,ওই তরুণী ১০-১৫ দিন পূর্বে মারা গেছেন এছাড়া তার শরীরের বিভিন্ন স্থান গলে গেছে।
তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে ওই তরুণীর কিভাবে মৃত্যু হয়েছে । এছাড়া মৃতদেহটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।