সোনাইমোড়ী ডেস্ক: পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীর নাম মোঃ আরাফাত রহমান। ঠিকানা আসপর্দি গ্রামের তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ওই ঐ শিক্ষার্থী একটি মোটর সাইকেলে করে উপজেলা সদর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আশ্রম সড়কের আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মটরসাইকেলর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ভোর রাতে তার মৃত্যু হয়।