সোনাইমোড়ী ডেস্কঃ সরকার মারাত্মক করোনাভাইরাস ছড়ানো প্রতিরোধে লক্ষ্যে বুধবার থেকে আট দিনের জন্য একটি নতুন কঠোর লকডাউন কার্যকর করেছে।
নতুন লকডাউনের আওতায় সমস্ত সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে কর্মকর্তা ও কর্মচারীদের তাদের নিজ নিজ কার্যালয়ে থাকতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছ, লকডাউনটি বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬:00 টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত অবধি কার্যকর থাকবে। তবে বিমান, সমুদ্র এবং নদী ও স্থলবন্দরগুলির কর্মচারীরা এবং কর্মীরা লকডাউনের প্রাকদর্শন থেকে দূরে থাকবে। লকডাউন চলাকালীন রাস্তা, নদী, রেলপথ এবং বিমান সহ সকল গণপরিবহন পরিবহন স্থগিত থাকবে।
তবে জরুরী পরিষেবা, পণ্য বহন, পরিষেবা সীমাবদ্ধতার পরিধির বাইরে থাকবে। পণ্য বহন, জরুরী পরিষেবা ক্ষেত্রে সীমাবদ্ধতা কার্যকর হবে না। স্বাস্থ্য রক্ষার শর্তে শিল্প ও কলকারখানাগুলি উন্মুক্ত থাকবে ।