প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পদযাত্রা করার ঘোষণা দেয় দোকান কর্মচারীরা। আগামী ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদযাত্রাসহ দুই দফা কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
সেই সাথে আগামী ১২ থেকে ১৭ জুন পর্যন্ত মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতিকে স্মারকলিপি প্রদান করবে। শুক্রবার ৯ জুন দোকান কর্মচারী ফেডারেশন কতৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে একথা জানান নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন লিখিত বক্তব্য প্রদান করেন।তিনি বলেন, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে আগুন লেগে পাঁচটি মার্কেটের পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসব দোকানে প্রায় ১৫ হাজার কর্মচারী ছিল।তারা এখন চাকরি হারিয়ে অসহায় জীবনযাপন করছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ব্যবসা করার জন্য প্রধানমন্ত্রী, মেয়র, মন্ত্রী, মালিক সমিতি এবং বিভিন্ন সংস্থা থেকে কোটি কোটি টাকা সহায়তা পেয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত ১৫ হাজার শ্রমিক-কর্মচারীর তিল পরিমান ক্ষতিপূরণ পায়নি।তাই আমরা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই। সংবাদ সম্মেলনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সহ-সভাপতি কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা মেহজাবীন মিতালীসহ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীরা উপস্থিত ছিলেন।