১৭ বছরের প্রবাস জীবন রেমিটেন্স যোদ্ধা নাসির উদ্দিন। বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ১৩জানুয়ারি বুধবার রাত ১ টা ৩০ মিনিটে। নাসির উদ্দিনকে গ্রহণ করতে রাজী হয়নি তার পরিবার। কোন প্রান্তর না পেয়ে তার ঠাই ব্র্যাকের সেফ হোমে। বিদেশে থাকতেই তালাকের চিঠি পাঠিয়েছিলেন তার স্ত্রী। দেশে ফেরার পর তার নিজ সন্তান ও তাকে দেখতে আসেনি। সহায় সম্বলহীন অবস্থায় এখন দিশেহারা ৫২ বছরের বয়সী এই প্রবাসী। ম্যানেজার আলামিন নয়ন এর সহযোগিতায় আশ্রিত আছে এই প্রবাসী। প্রবাসীদের সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন এই প্রবাসী নাসির উদ্দিন। দুবাই প্রবাসী মোঃওমর ফারুকের সহযোগিতায় নাসিরুদ্দিনের ফাউন্ডেশন কালেকশনের ব্যবস্থা করা হয়। নাসিরুদ্দিনের জন্য সর্বমোট ২,১৯,৮৮০ টাকা জমা হয়।
কালেকশন অনুযায়ী, হেলাল উদ্দিন ( ওমান ) 5,000 টাকা মোহাম্মদ মিঞা ফাউন্ডেশন ( নিউইয়র্ক ) 8,500 টাকা ইয়াছিনুল হক সোহেল ( নিউইয়র্ক ) 5,000 টাকা ওমর ফারুক ( দুবাই ) 5,000 টাকা মনির মাহমুদ ( লন্ডন ) 5,000 টাকা জামাল উদ্দিন মিন্টু ( কানাডা ) 10,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ( সৌদিআরব )3,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ( নিউইয়র্ক ) 8,000 টাকা। ম্যানচেস্টার সন্দ্বীপবাসীর পক্ষ হতে রফিকুল হাসান শাহরিয়ার 5,000 টাকা রাহেদ ( দুবাই ) 2,000 টাকা সাহাদাত ( দুবাই )100 দেরহাম 2,400 টাকা হায়দার ( দুবাই ) 50 দেরহাম 1,200 টাকা করিম ( দুবাই ) 10 দেরহাম 240 টাকা। আল আমিন নয়ন ভাইয়ের কালেকশন 2,000 টাকা।
আমরা সৌদিআরব প্রবাসী পেইজ কালেকশন 50,000 টাকা মাকছুদ ইসলাম সিপন ( ইতালি ) 5,000 টাকা। Pin 117 বিকাশে 1,000 টাকা। আকবর ( কাতার ) 5,000 টাকা – Pin 675 নাম প্রকাশে অনিচ্ছুক ( ওমান ) 2,000 টাকা নিজাম পিন 267 বিকাশ 1,000 টাকা আরিফ-আলআইন 2,000 টাকা Pin 376 বিকাশ 2,000 টাকা Pin 585 বিকাশ 1,000 টাকা Pin 855 বিকাশ 1,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ( আলআইন ) 5,000 টাকা হান্নান 10 দেরহাম 240 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক (অস্ট্রেলীয়া ) 5,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক সৌদিআরব 2,000 টাকা রাসেদ সৌদিআরব Pin 0750 বিকাশ 1,000 টাকা আহসান উদ্দিন পারভেজ ( কানাডা ) 10,000 টাকা নাম প্রকাশ অনিচ্ছুক ( কানাডা ) 5,000 টাকা শিপন ( মালেশিয়া ) 5,000 টাকা পিন 309 বিকাশ 100 টাকা রুবেল Pin 893 বিকাশ 2,000 টাকা বাবলু ( লন্ঠন ) 5,000 টাকা পিন 347 বিকাশ 2,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ( শারজাহ ) 5,000 টাকা সন্দ্বীপ প্রবাসী ফ্রেন্ডস সোসাইটি কার্যকরী কমিটির পক্ষ হতে 8,000 টাকা ফিরোজ ( আলআইন ) 2,000 টাকা সবুজ হাসান ( নিউইয়র্ক ) 10,000 টাকা ক্লাব ইলেভেন ফাউন্ডেশন পক্ষ হতে মুন্না সাহেব 10,000 টাকা নাম প্রকাশে অনিচ্ছুক ( নিউইয়র্ক ) 10,200 টাকা। সর্বমোট কালেকশন 2,19,880 টাকা ।
প্রবাসীদের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে নাসির উদ্দিন বলেছেন, সকল প্রবাসী ভাইযেন পরিবারের পাশাপাশি কিছুটা নিজের জন্য সেভিংস করে,ব্যক্তিগত ফান্ড তৈরি করে যাতে কাউকে তার মতো অসহায় হয়ে পড়তে না হয়। প্রবাসীদের আন্তরিকতা, সহানুভূতি, সহমর্মিতা আজ পাশে দাঁড়ালো অসহায় নাসিরুদ্দিনের।