সোনাইমোড়ী ডেস্ক: মেয়ে প্রেম করার অপরাধে মায়ের হাতে মেয়ে খুন। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাঘাটার ভরতখালীতে। গাইবান্ধার স্থানীয় এক সংবাদ প্রতিনিধি জানান,প্রেম করার কারণে মেয়েকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার করেছে মা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান , হত্যার শিকার মেয়েটির নাম আতিকা আকতার (১৭) এবং তার বাবার নাম আমিনুল ইসলাম।
মেয়েটি এক যুবকের প্রেম করত সেই সুবাদে মেয়ের মা হামিদা বেগম এর সাথে রাগারাগীর মধ্য এক পর্যায়ে মা তার মেয়েকে ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সেখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,সত্যতা নিশ্চিত করে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।