সোনাইমোড়ী ডেস্ক: ফরিদপুরে ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে ২ জন নিহত ও আহত হয়েছেন ১ জন। ফরিদপুরের সংবাদ প্রতিনিধি জানান,আজ শনিবার দুপুর দুইটার দিকে ভাঙ্গার নোয়াপাড়ার জানদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রফিক ফরাজি, সোহেল মিয়া।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিকে জানান, রাজশাহী হতে মধুমতি এক্সপ্রেসটি ভাঙ্গা স্টেশনের মাত্র এক কিলোমিটার দুরে থাকতে জানদি রেলক্রসিং অতিক্রম করার সময় ওই নসিমনটি রেল ক্রসিং পেরিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।
তারা আরো জানান,জানদির ওই রেলক্রসিংয়ে পথচারী ও পরিবহন চালকদের নিজ দায়িত্বে সড়ক পারাপার হওয়ার নির্দেশ সংবলিত একটি সাইনবোর্ড টানানো রয়েছে। কিন্তু তারা ওই ঘোষণা না মেনেই রেলের ক্রসিং পেরিয়ে রেল পথে উঠে আসে। ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে দুই জন ঘটনাস্থলেই মারা যান এছাড়াও আরো একজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করানো হয়। আহতের নাম আবুল হোসেন।