এসএম টিভি ডেস্ক: ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল নামে এক কৃষক নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন মো. মাসুদ নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, আজ সোমবার ৩১ মে ভোর ৫টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায়।
এ ঘটনায় নিহতের ভাই ১০ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছেন। আটককৃত আসামিরা হলেন- আবদুল শুক্কর, আবুল হাসেম ,আবদুল মালেক, নিজাম উদ্দিন,মিন্টু ,বাহার উল্যাহ ও শেখ ফরিদ।
এবিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে সংঘর্ষে এক কৃষক নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।