এসএম টিভি ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান নামে এক জেলের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার ২৫ মে দুপুরে পোনা মাছ ধরতে গিয়ে ছোট ফেনী নদীর চর চান্দিয়ার বাইরে চর এলাকায় জোয়ারের পানিতে নিখোঁজ হন। নিহত হাদিউজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।
এবিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের বলেন, মঙ্গলবার দুপুরে পোনা মাছ ধরতে গিয়ে ছোট ফেনী নদীর চর চান্দিয়ার বাইরে চর এলাকায় জোয়ারের পানিতে নিখোঁজ হন হাদিউজ্জামান। পরে রাত ১০টার সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।