সোনাইমোড়ী ডেস্ক:ফেনীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছেন ১ জন। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১ টার সময়। জানা গেছে, নিহতের নাম মামুন ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ।
এবং আহতের নাম মোহাম্মদ শাহীন ঠিকানা লক্ষ্মীপুর জেলা। এবিষয়ে ফেনীর হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে এক ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন।
ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক মামুনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।