মিঠুন, সোনাইমুড়ী ডেস্ক:ফেনীতে একটি ফুড প্রোডাক্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আনুমানিক ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় আকাঙ্ক্ষা রয়েছে। ঘটনাটি ঘটেছে ফেনীর কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টের কারখানায় ।
আগুনের সূত্রপাত জানা যায় নি তবে ধারণা করা হয়েছে ২৪ শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টার সময় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ টি ইউনিটে কাজ চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি। আগুনের পুড়ে ছাই পুরো ফ্যাক্টরির সব পন্য। তবে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।