সোনাইমোড়ী ডেস্ক: ফেনীতে মসজিদের তালা ভেঙ্গে আইপিএস চুরির ঘটনা ঘটেছে।
ফেনীর স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ শেষে প্রতিদিনের মত মসজিদের তালা লাগিয়ে চলে যায় মুসল্লিরা।
ভোরে ফজরের নামাজের আজান দিতে এসে মসজিদের দরজায় লাগানো তালাটি ভাঙা অবস্থায় পাওয়া যায়।
পরে ভেতরে গিয়ে দেখেন মসজিদের দুটি আইপিএস থেকে একটি চুরি হয়ে গেছে।
এবিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, মসজিদের আইপিএস চুরির খবরটি আমাকে কেউ জানায়নি।
আমরা বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত চোরকে শনাক্ত করে চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।