এসএম টিভি ডেস্ক: সম্প্রতি আবারো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৭ আগস্ট) ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে বলে জানা যায়। গাজা থেকে বেলুন হামলার পাল্টা জবাবে তারা এ হামলা চালিয়েছে বলে জানানো হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের আজকের এই বিমান হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি এখন পর্যন্ত, এছড়া হতাহতেরও কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এ হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যেসব জায়গা থেকে রকেট হামলা চালায়, সেই স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাস এখনো কোনো মন্তব্য করেনি হামলার বিষয়ে।